Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জন

প্রাথমিক শিক্ষার ভূমিকা অপরিসীম। প্রাথমিক শিক্ষা ব্যক্তির শিক্ষাজীবন তথা পরবর্তী জীবনের ভিত্তি করে দেয়। বর্তমান জনবান্ধব সরকার মাধ্যমে সমতাভিত্তিতে সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই ভাত ধারাবাহিকতায় নাচোল উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবার তাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিগত বছরগুলিতে নাচন উপজেলায় প্রাথমিক শিক্ষায় প্রভূত উন্নতি সাধিত হয়েছে। এ পর্যন্ত নাচোল উপজেলা ৮৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল বিদ্যালয়ের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।  বিদ্যালয়গুলিতে শিশু বান্ধব করে গড়ে তোলার জন্য প্রতিটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সজ্জিত করার কাজ অব্যাহত রয়েছে। নাচোল উপজেলা শিশু ভর্তির হার প্রায় শতভাগ। এ পর্যন্ত ৩৭ টি বিদ্যালয় নতুন ভবন স্থাপন করা হয়েছে। ১৭ টি বিদ্যালয়ের প্রাচীন নির্মাণের কাজ  অব্যাহত রয়েছে। ১০০% শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় নিয়ে আসা হয়েছে।  ৪৯ টি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। গত অর্থ বছরে ৬৯ জন নতুন শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে। প্রতিটি বিদ্যালয় শিক্ষার্থীদের তাদের জন্য উপকরণ সহযোগে পাঠদানের জন্য  শিক্ষকগণকে প্রশিক্ষণ দেয়া ছাড়াও মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়কে ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া প্রদান করা হয়েছে। ৬৮টি বিদ্যালয়কে ইন্টারনেট রাউটার প্রদান করা হয়েছে।  শিশুদের বিনোদনের জন্য ৯টি বিদ্যালয়ের কে খেলাধুলার সরঞ্জামাদি  প্রদান করা হয়েছে।