প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রতিনিয়ত উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরণের প্রশিক্ষণের আয়োজন করে আসছে। এক্ষেত্রে অধিদপ্তর হতে প্রেরিত নীতিমালার আলোকে এবং নেপ কর্তৃক প্রনীত প্রশিক্ষণ ম্যানুয়াল অনুসরণ করে প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ে সাধরণত উপজেলা রির্সোস সেন্টার কে ভেনু হিসাবে ব্যবহার করা হয়। উপজেলা শিক্ষা অফিসার নীতিমালার আলোকে শিক্ষক মনোনয়ন দিয়ে থাকেন। সাধারণত একটি প্রশিক্ষণের বিষয়ে টট টেনিং প্রাপ্ত প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়া তিন মাস অন্তর বিদ্যালয় পর্যায়ে সাবক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনা করা হয়। সাবক্লাস্টার প্রশিক্ষণে সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ এবং প্রতিটি সাবক্লাস্টারে ১ জন করে দক্ষ শিক্ষক প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। কিছু কিছু প্রশিক্ষণ পিটিআই সমূহতে অনুষ্ঠিত হয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS